তুমি আছো বলে

তুমি আছো বলে ,

জীবন আজও ছন্দে চলে। 

তুমি আছো সাথে ,

তাইতো মন স্বপ্ন দেখে। 

তুমি আছো বলে , 

জীবনে শক্তি আসে। 

তুমি আছো পাশে ,

তাই আমার আমি সহজেই হাসে। 

তুমি আছো বলে ,

মনে সাহস আসে। 

একলা এক ঘরে ,

মন মানিয়ে নিতে জানে। 

তুমি আছো বলে ,

মন দূরত্ব কমাতে জানে। 

নাইবা থাকলে একদম কাছে ,

ফোন তো আছে আমার কাছে । 

তুমি আছো বলে ,

রাতের অন্ধকার যায় ঘুচে। 

ফোনে  খানিকক্ষণ কথা –

আলোকিত করে বিছানা। 

তুমি আছো বলে ,

একাকীত্বও আমার সাথে কথা বলে। 

তুমি আছো বলে ,

জীবন সামনের দিকে এগিয়ে চলে। 

তুমি

picture of love with husband without words with scenary এর ছবির ফলাফল

আমিই  সেই  মেয়ে,

ভেসে বেড়াই কল্পনার ভেলায়।

তুমি বাস্তব, বড্ড কঠিন ,

আমাকেও করেছো রংহীন।

ভেবেছিলাম তোমায় আমি রাঙ্গাবো ,

তোমাকে আমার ভেলায় ভাসাবো।

বাস্তব তুমি,হারিয়ে দিয়েছো কল্পনাকে ,

কল্পনা তুমি মুল্যহীন,রাখো আড়ালে নিজেকে।

আমিই  সেই  মেয়ে,

স্বপ্ন দেখি দিবালোকে।

তুমি ভাবো  টাকায় পেট ভরে ,

আমি ভাবি ভালোবাসায় মন ভরে।

তুমি বলো মন ভরলেই কি পেট ভরে ?

আমি বলি ভালোবাসা অসাধ্য সাধন করে।

তুমি ভাবো কাল বাদে পরশুর কথা।

আমি ভাবি মজায় কাটুক আজকের দিনটা।

আমিই  সেই  মেয়ে,

বৃষ্টি হয়ে পড়তে চাই তোমার গায়ে।

তুমি ভিজলেও তোমার মন ভিজবে না,

তবু আমি তোমার কাছে হার মানবো  না।

তুমি এইরকমই বড্ডো নির্বিকার ,

আমার মন করে হাহাকার।

তোমার জন্যই আজ আমি কবি ,

হয়ে শুধু ভালোবাসার কথাই ভাবি।